May 11, 2024
জাতীয়লেটেস্ট

শতভাগ করোনা টিকা গ্রহণকারী উপজেলা ফকিরহাট

 বাগেরহাটের ফকিরহাট উপজেলাকে দেশের প্রথম শতভাগ করোনা টিকা গ্রহণকারী উপজেলা ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে ফকিরহাট উপজেলার বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৮ম বেতাগা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া এ ঘোষণা দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান, খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন হ উন্নয়ন) মীরজাদী সেব্রিনা ফ্লোরা, বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কে এম আরিফুল হক, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিচালক মনজুরুল মুরশিদ, বাগেরহাট সিভিল সার্জন জালাল উদ্দীন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক খুলনা শাহানাজ পারভীন, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা বেগমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখের সভাপতিত্বে বেতাগা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ ৮ম বেতাগা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া বলেন, দেশের প্রথম উপজেলা হিসেবে বাগেরহাটের ফকিরহাটকে শতভাগ টিকা গ্রহণকারী উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। এজন্য ফকিরহাট উপজেলার স্বাস্থ্য বিভাগ ও ফকিরহাট বাসীকে ধন্যবাদ জানান তিনি।

ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাস বলেন, ফকিরহাট উপজেলায় টিকা গ্রহণের যোগ্যতা সম্পন্ন মানুষ এক লাখ ২৬ হাজার জন। এর মধ্যে এক লাখ ২০ হাজার মানুষকে করোনা টিকা দেওয়া হয়েছে। আমরা বিভিন্নভাবে খোঁজ নিয়ে দেখেছি অবশিষ্ট ছয় হাজার মানুষ ফকিরহাট উপজেলার বাইরে রয়েছেন। এছাড়া উপজেলার বাইরে অবস্থানকারী যদি কোনো মানুষ করোনা টিকা গ্রহণ না করে থাকেন তাহলে তিনি এখানে এসে টিকা নিতে পারবেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *