May 3, 2024
আন্তর্জাতিক

লেবানন থেকে ফের ইসরায়েলে রকেট হামলা

ফিলিস্তিনের গাজায় বর্বর হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় এ পর্যন্ত নিহত হয়েছে ৫৮ শিশুসহ দুই শতাধিক ফিলিস্তিনি।

অন্যদিকে ইসরায়েলে পাল্টা রকেট হামলা চালাচ্ছে হামাস।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল-ফিলিস্তিন চলমান উত্তেজনায় লেবানন থেকে ফের ছয়টি রকেট নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলের ইহুদি বসতি লক্ষ্য করে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনী টুইটে বলেছে, লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলকে লক্ষ্য করে ৬টি রকেট নিক্ষেপ করা হয়েছিল। তবে সবগুলো ধ্বংস করা হয়েছে। রকেটগুলো লেবানন সীমান্ত অতিক্রম করতে পারেনি। আর্টিলারি দিয়ে সেগুলো ভূপাতিত করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার ইসরায়েলে ৩টি রকেট হামলা করেছিল দেশটি। তবে সেই হামলায় তারা সফলতা পায়নি। সূত্র: আল জাজিরা

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *