November 29, 2024
আঞ্চলিক

লিংকনের গাড়ীতে বোমা হামলার ঘটনায় মামলা, বিক্ষোভ মিছিল

ফুলবাড়ীগেট প্রতিনিধি

খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক সাজ্জাদুর রহমান লিংকনকে হত্যার উদ্যেশ্যে গাড়ীতে বোমা হামলার  ঘটনায় খানজাহান আলী থানার যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান রুপম বাদী হয়ে আড়ংঘাটা থানায় অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং-০৩, তারিখ-১৯/১০/১৯।

বোমা হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে খানজাহান আলী থানা যুবলীগের উদ্যোগে ফুলবাড়ীগেট আওয়ামীলীগ কার্যালয়ে গতকাল শনিবার বিকাল ৪ টায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন খানজাহান আলী থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান রুপম। সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ, বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন ও ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য তপন দাস শুভ।

থানা যুবলীগের যুগ্ম আহবায়ক ওলিয়ার রহমান রাজুর পরিচালনায় বক্তৃতা করেন ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুফ আলী খলিফা, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শাকিল আহম্মাদ,  সাধারণ সম্পাদক এফ এম জাহিদ হাসান জাকির, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা আলহ্জ্ব শেখ আনসার আলী, জহিরুল ইসলাম পান্নু, বায়েজিদ সরদার, রাজা, মেহেদী হাসান মিলন, রতন মোল্যা, শেখ তরিকুল ইসলাম, বিপ্লব হোসেন, সেলিম রেজা, আবু হেনা বাবলু,তরিকুজ্জামান মনির, রুমা খন্দকার মুন্নি, অম্বিকা রানী মন্ডল, সেকেন্দার আলী, আব্দুল হক নাহিদ, নাসির উদ্দিন নাসির, ইসমাইল হোসেন ইমন, মোঃ আল আমিন, রিজাউল ইসলাম, হারান, রবিউল ইসলামসহ সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন ঘটনা ২৪ঘন্টা অতিবাহিত হলেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারিনি। অনতি বিলম্বে গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষষা করা হবে বলে নেতৃবৃন্দরা জানান। গত ১৮ অক্টোবর শুক্রবার সন্ধায় মশিয়ালী একটা অনুষ্ঠান শেষে তেলিগাতী বাইপাস সড়ক হয়ে ফুলবাড়ীগেট আসার পথে রাত পৌনে ৮টায় বিএম কলেজের সামনে আসতেই ওৎপেতে থাকা দুর্বৃত্তরা তাকে হত্যার উদ্যেশ্যে গাড়ী  লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে গাড়ীর সামনের একটা অংশে লাগে  এতে গাড়ীর আংশিক ক্ষতি হলেও লিংকন প্রাণে রক্ষা পায়।

এ ব্যাপারে আড়ংঘাটা থানা অফিসার ইনচার্জ কাজী রেজাউল করিম জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *