January 19, 2025
আঞ্চলিকশীর্ষ সংবাদ

লাউডোবে আ’লীগের প্রার্থী বাছাই নিয়ে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ

ইউনিয়ন আ’লীগ সভাপতির পাল্টা সংবাদ সম্মেলন

দ. প্রতিবেদক
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী যাচাই বাছাই নিয়ে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদে লাউডোব ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির আয়োজনে খুলনা প্রেস ক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দাকোপের লাউডোব ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি তপন রায়।
লিখিত বক্তব্যে তিনি বলেন, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ১১ এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আ’লীগের দূর্গখ্যাত দাকোপের প্রতিটি ইউনিয়নে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী উপজেলা আওয়ামী লীগ যখন দলীয় প্রার্থী বাছাইয়ের কাজ চূড়ান্ত করছে, ঠিক সেই মূহুর্তে বঙ্গবন্ধুর আদর্শের সাথে বারবার বিশ^াস ঘাতকতা ও বিএনপি-জামায়াতের সাথে আঁতাত করার কারণে দল থেকে বিচ্ছিন্ন কিছু ব্যক্তি গত বৃহস্পতিবার মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করে দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছে।
তিনি বলেন, প্রথম ধাপের নির্বাচনে দাকোপের ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণায় আ’লীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা ও গঠনতন্ত্রের অনুচ্ছেদ ২৮/৩, (ঙ) অনুযায়ী আগ্রহী প্রার্থীদের প্যানেল তৈরীর জন্য গত ২৭ ফেব্রুয়ারি দাকোপ উপজেলা আ’লীগের কার্যকরী কমিটির সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী লাউডোব ইউনিয়নসহ সকল ইউনিয়নের প্রার্থী বাছাইয়ের তারিখ নির্ধারণ হয় এবং গত বুধবার (৩ মার্চ) লাউডোব ইউনিয়ন আ’লীগের কার্যকরী কমিটির সভায় উপজেলা আ’লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ দায়িত্বশীল নেতৃবৃন্দের উপস্থিতিতে, ইউনিয়ন কার্যকারী কমিটির সদস্যবৃন্দ, ওয়ার্ড আ’লীগের সভাপতি, সাধারণ সম্পাদকগণ সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা আ’লীগের সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান সরোজিত কুমার রায়, ইউনিয়ন আ’লীগের সভাপতি তপন রায় এবং সহ-সভাপতি গাজী জামীর হোসেন এর নাম প্রস্তাবনায় উপস্থিত নেতৃবৃন্দ অত্যান্ত স্বচ্ছতার সাথে তিনজন প্রার্থীর একটি প্যানেল দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসাবে মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
তিনি আরও বলেন, দাকোপ উপজেলা আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে যখন সকল দলীয় কার্যক্রম সফলতার সাথে বাস্তবায়ন করে যাচ্ছে উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ যুবরাজের পরামর্শে লাউডোব ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নিহার মন্ডল মিথ্যা অপপ্রচারকরে দলীয় নেতাকর্মীদের বিভ্রান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত। উল্লেখিত ব্যক্তিদ্বয় ২০১৪ সালের জাতীয় নির্বাচনে স্বতস্ত্র প্রার্থী ননী গোপাল মন্ডলের অনুসারী। উক্ত নিহার মন্ডল ও শেখ যুবরাজ দীর্ঘদিন ধরে উপজেলা আ’লীগের সভায় অংশগ্রহণ করেন না, দলের কোন নির্দেশনা মানেন না এবং আ’লীগের সকল পর্যায়ের নির্বাচনে দলের বিরুদ্ধে অবস্থান করে দলীয় মনোনীত প্রার্থীকে পরাজিত করার জন্য বিভিন্ন সভায় দায়িত্বশীল নেতৃবৃন্দের বিরুদ্ধে অশালীন ভাষায় বক্তব্য দিয়ে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন, দলীয় নেতাকর্মী ও জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত আছে। তারা বিগত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিপক্ষে দাকোপ উপজেলা ১৪নং তালিকাভুক্ত রাজাকার স¦তন্ত্র প্রার্থী মুনসুর আলী খাঁন এর চিংড়ি মাছ প্রতীকের পক্ষে এবং সদ্য সমাপ্ত চালনা পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থীর জগ প্রতীকের পক্ষে নির্বাচন করায় দাকোপ উপজেলা আ’লীগ ও চালনা পৌরসভা আ’লীগের কার্যকরী কমিটির সভায় তাদের বিরুদ্ধে দলীয় শৃংখলা ভঙ্গ করায় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণের রেজুলেশন আ’লীগ কেন্দ্রীয় ও জেলা কমিটির নিকট প্রেরণ করেছেন।
আরও বলা হয়, দাকোপ উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ¦ শেখ আবুল হোসেনের পিতা মরহুম আরশাদ আলী শেখকে ৫৮নং তালিকাভুক্ত রাজাকার হিসাবে আখ্যায়িত করে যে ভুল তথ্য উত্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়াম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন এর রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন ও তাকে হেয় প্রতিপন্ন করার জন্য এহেন বানোয়াট সংবাদ পরিবেশন করায় আমরা এই মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি সরোজিত কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের, লাউডোব ইউনিয়ন আ’লীগ সহ-সভাপতি গাজী জামির হোসেন, রঞ্জন কুমার রায়, ইউনিয়ন আ’লীগ নেতা মধুসূদন সরদার, সুকুমার মণ্ডল, নুর ইসলাম শেখ, ওয়ার্ড আ’লীগ নেতা সন্তোষ কবিরাজ, পরিমল সরদার, বিধান সরদার প্রমুখ।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *