April 27, 2024
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

খুলনায় জীবিত হরিণসহ যুবক আটক

দ. প্রতিবেদক
খুলনায় হরিণ শিকারের ফাঁদ ও একটি জীবিত হরিণসহ শাকিল সরদার (১৯) নামে এক শিকারিকে আটক করা হয়েছে। শুক্রবার ওই শিকারিকে ডাংমারী ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৪ মার্চ) মধ্যরাতে দাকোপ উপজেলার সুন্দরবন সংলগ্ন লাউডোব ঘাট সংলগ্ন এলাকায় কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। শাকিল দাকোপ উপজেলার ভোজনখালী গ্রামের ইমাদুল সরদারের ছেলে।
কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন এম মাজহারুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে দাকোপ উপজেলার সুন্দরবন সংলগ্ন লাউডোব ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হরিণ শিকারের ফাঁদ ও জীবিত একটি হরিণসহ শিকারি শাকিলকে আটক করা হয়।
জব্দকৃত হরিণ এবং আটক শিকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পূর্ব সুন্দরবনের ঢাংমারী ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে। চোরা শিকারীদের কবল থেকে উদ্ধারকৃত হরিণটি এ দুপুরে বনবিভাগ আবারও সুন্দরবনে অবমুক্ত করে ফিরিয়ে দিলো নিজ আবসস্থলে। কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা এম মাজহারুল হক (লেফটেন্যান্ট বিএন) এক মেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *