‘লক্ষ্মী’র পর অক্ষয়ের নতুন সিনেমা ‘রাম সেতু’
দিওয়ালি উপলক্ষে নতুন সিনেমার ঘোষণা দিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। তার পরবর্তী সিনেমার নাম ‘রাম সেতু’
এটি পরিচালনা করবেন অভিষেক শর্মা।
উৎসবের এমন দিনে অক্ষয় কুমার নতুন সিনেমার ঘোষণাটি দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
টুইটারে সিনেমার পোস্টার শেয়ার করে অক্ষয় কুমার ক্যাপশনে লেখেন, এই দিওয়ালিতে আসুন আমরা সমস্ত ভারতীয়দের চেতনায় রামের আদর্শকে জীবিত রাখার চেষ্টা করি। আসন্ন প্রজন্মকে সংযুক্ত করবে এমন একটি ব্রিজ (সেতু) তৈরি করে। এই বিশাল কাজটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের বিনীত প্রচেষ্টা ‘রাম সেতু’! সবাইকে দিওয়ালির শুভেচ্ছা।
‘রাম সেতু’র পরিচালক অভিষেক শর্মা এর আগে নির্মাণ করছেন ‘দ্য জোহা ফ্যাক্টর’, ‘পরমাণু’, ‘তেরে বিন লাদেন’সহ বেশকিছু সিনেমা পরিচালনা করে প্রশংসিত হয়েছেন। তবে এই সিনেমায় ‘খিলাড়ি’খ্যাত তারকার বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো জানানো হয়নি।
অক্ষয় অভিনীত সর্বশেষ সিনেমা ‘লক্ষ্মী’। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি দর্শকদের মন জয় করতে ব্যর্থ হয়েছে। এই অভিনেতার আসন্ন সিনেমার তালিকায় রয়েছে ‘সূর্যবংশী’, ‘বেল বোটম’ এবং ‘আত্রাঙ্গি রে’।