April 26, 2024
খেলাধুলা

র‌্যাংকিংয়ে উন্নতি বাংলাদেশের, শীর্ষে ভারত

 

 

 

ক্রীড়া ডেস্ক

আইসিসি’র নতুন ওয়ানডে র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২৫ জুন প্রকাশিত র‌্যাংকিং অনুযায়ী বাংলাদেশের অবস্থান সাতে। অন্যদিকে ইংলিশদের হটিয়ে শীর্ষস্থান দখল করেছে ভারত।

গত ১৪ জুন প্রকাশিত ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল আটে। রেটিং পয়েন্ট ছিল ৮৫। বিশ্বকাপ শুরুর পর ওই সময়ের মধ্যে বাংলাদেশ ৩ ম্যাচ খেলে ১টিতে জয় পেয়েছিল, হেরেছিল ১টিতে আর ১টি হয়েছিল ড্র। তবে এরপর ২৫ জুনের মধ্যে বাংলাদেশ ৩ ম্যাচ খেলে জয় পেয়েছে ২টিতে। ফলে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯২-এ।

বাংলাদেশকে জায়গা ছেড়ে দিয়ে নবম স্থানে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের রেটিং পয়েন্ট এখন ৭৮। সমান রেটিং পয়েন্ট নিয়েও আটে আছে শ্রীলঙ্কা। কারণ তাদের ম্যাচ সংখ্যা আর পয়েন্ট উইন্ডিজের চেয়ে বেশি।

আইসিসি’র নতুন র‌্যাংকিং-ছবি: টুইটারঅন্যদিকে এর আগের র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা ইংলিশদের রেটিং পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২২-এ (কমেছে ২ পয়েন্ট)। আর ভারতের রেটিং পয়েন্ট ১২৩। অর্থাৎ মাত্র ১ রেটিং পয়েন্টের ব্যবধান নিয়ে ইংলিশদের শীর্ষস্থান এখন ভারতের দখলে।

শীর্ষ ১০ দলের তালিকায় আগের মতোই তৃতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। তবে দক্ষিণ আফ্রিকাকে পাঁচে নামিয়ে চারে ওঠে এসেছে অস্ট্রেলিয়া। আর আগের মতোই ছয়ে আছে পাকিস্তান। দশে থাকা আফগানিস্তানেরও অবস্থানের নড়চড় হয়নি। তবে ২ রেটিং পয়েন্ট কমেছে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *