May 9, 2024
খেলাধুলা

রোহিতের ছক্কার রেকর্ড ভাঙলেন গাপটিল

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়লেন মার্টিন গাপটিল। রোববার ডানেডিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে এই রেকর্ড গড়ার পথে কিউই ওপেনার পেছনে ফেলেছেন ভারতের রোহিত শর্মাকে।

দীর্ঘদিন ধরেই অফফর্মে ছিলেন গাপটিল। ফর্মে ফিরেছেন রাজার বেশে। তার ৫০ বলে ৯৭ রানের বিধ্বংসী ইনিংসে ভর করেই ২১৯ রানের পাহাড়সম পুঁজি পায় নিউজিল্যান্ড। উত্তেজনা ছড়ানো ম্যাচটি তারা জিতেছে ৪ উইকেটে।

দানবীয় ইনিংস খেলার পথে ম্যাচসেরা হওয়া গাপটিল ছক্কা হাঁকিয়েছেন আটটি। তাতেই এই ফরমেটে রোহিত শর্মার সর্বোচ্চ ছক্কার রেকর্ডকে পেছনে ফেলেছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচের পর গাপটিলের টি-টোয়েন্টিতে ছক্কা দাঁড়িয়েছে ১৩২টি। রোহিত তার চেয়ে পাঁচটি কম, ১২৭টি।

টি-টোয়েন্টিতে একশ’র বেশি ছক্কার রেকর্ডধারী ব্যাটসম্যান আছেন আরও তিনজন। তারা হলেন-ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগ্যান (১১৩), নিউজিল্যান্ডের ব্যাটসম্যান কলিন মুনরো (১০৭) এবং ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ওপেনার ক্রিস গেইল (১০৫)।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *