April 19, 2024
খেলাধুলা

রোহিতকে নিয়ে সুখবর পেলো ভারত

আইসোলেশনে আর থাকতে হচ্ছে না ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে। কোভিড নেগেটিভ হয়েছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজে খেলতে আর বাধা নেই তার। ৭ জুলাই সাউদাম্পটনে হবে প্রথম টি-টোয়েন্টি।

লিস্টারশায়ারের বিপক্ষে চার দিনের ওয়ার্ম আপ ম্যাচে পজিটিভ হন রোহিত। চলতি পঞ্চম টেস্ট থেকে ছিটকে যান তিনি। দ্বিতীয় পরীক্ষাতেও করোনামুক্ত হননি। পরে মিললো সুখবর।

বিসিসিআইর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ‘হ্যাঁ, রোহিত নেগেটিভ হয়েছেন। মেডিক্যাল প্রটোকল অনুযায়ী এখন তিনি কোয়ারেন্টাইনের বাইরে। তবে নর্দাম্পটনশায়ারের বিপক্ষে টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলছেন না তিনি। প্রথম টি-টোয়েন্টির আগে তার সেরে ওঠার জন্য কিছুটা সময় দরকার।’

মেডিক্যাল প্রটোকল অনুযায়ী কোয়ারেন্টাইন থেকে বের হওয়া যে কোনো খেলোয়াড়কে কোভিড পরবর্তী ফুসফুসের ধারণক্ষমতা যাচাইয়ে বাধ্যতামূলক কার্ডিওভাসকুলার পরীক্ষা করাতে হয়।

রোহিত সাদা বলের সিরিজের প্রথম ম্যাচ খেললেও বিরাট কোহলি, যশপ্রীত বুমরা, ঋষভ পান্ত ও রবীন্দ্র জাদেজা খেলবেন দ্বিতীয় টি-টোয়েন্টি থেকে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *