April 19, 2024
জাতীয়

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের প্রতিনিধিরা

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবির ঘুরে দেখলেন জাতিসংঘের তিন সংস্থার প্রতিনিধিরা। জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাই কমিশনের (ইউএনএইচসিআর) প্রধান ফিলিপ্পো গ্রান্ডি, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল (হিউম্যান অ্যাফেয়ারস) মার্ক লোকক এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক এন্তোনিও ভিতোরিনোর নেতৃত্বে ২০ সদস্যের ওই প্রতিনিধি দল শুক্রবার সকালে উখিয়ার বালুখালী-২ রোহিঙ্গা ক্যাম্পে যায়।

তারা এর ১১ নম্বর ক্যাম্পে বিশ্ব খাদ্য কর্মসূরি (ডাব্লিউএফপি) খাদ্য বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন এবং ১১, ১৭ ও ১৮ নম্বর ক্যাম্প ঘুরে মিয়ানামারে রাখাইনে নিপীড়নের শিকার রোহিঙ্গা নারী ও শিশুদের সঙ্গে কথা বলেন।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে বিকালে সংবাদ সম্মেলন করে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন জাতিসংঘের প্রতিনিধিরা। বৃহস্পতিবার বিকালে ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছে তারা জেলা প্রশাসন এবং কক্সবাজার ত্রাণ ও রোহিঙ্গা শরণার্থী কমিশনারের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন। তার আগে বুধবার বিকালে ঢাকা পৌঁছে জাতিসংঘের প্রতিনিধি দলের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকরেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *