November 26, 2024
জাতীয়লেটেস্ট

রোহিঙ্গা কল্যাণ প্রকল্পসহ ১৬৫৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন

রোহিঙ্গা সংকট মোকাবিলায় ‘মাল্টি-সেক্টর প্রকল্প’ বাস্তবায়ন ব্যয় বাড়ানোসহ একনেক সভায় মোট চার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। চারটি প্রকল্পের মোট ব্যয় ১ হাজার ৬৫৯ কোটি ৩৪ লাখ টাকা।

মঙ্গলবার (৬ অক্টোবর) গণভবন থেকে একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

রোহিঙ্গা সংকট মোকাবিলায় ‘মাল্টি-সেক্টর প্রকল্প’ বাস্তবায়ন ব্যয় বেড়ে ১ হাজার ৯৮৭ কোটি হচ্ছে। প্রথম সংশোধনীতে বাড়ছে ৯৩০ কোটি টাকা।

সভাশেষে প্রকল্পের সার্বিক বিষয় উপস্থাপন করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

জরুরিভিত্তিতে রোহিঙ্গা সংকট মোকাবিলায় ‘মাল্টি-সেক্টর প্রকল্প’ (ইমার্জেন্সি মাল্টি-সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স প্রজেক্ট) ২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০২১ সাল মেয়াদে বাস্তবায়নের সময় নির্ধারিত ছিল। এখন প্রকল্পের মেয়াদ বেড়ে দাঁড়াচ্ছে ২০২৪ সালের জুন পর্যন্ত। ফলে প্রকল্পের মেয়াদ আড়াই বছর বৃদ্ধিসহ ব্যয় বাড়ছে ৯৩০ কোটি টাকা।

এছাড়া ৩৪৯ কোটি টাকা ব্যয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। চট্টগ্রাম জেলার উপকূলীয় এলাকার পোল্ডার পুনর্বাসন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৫৬ কোটি টাকা। ‘হাতে কলমে কারিগরি প্রশিক্ষণে নারীদের গুরুত্ব দিয়ে বিটাকের কার্যক্রম সম্প্রসারণ করে আত্ম কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন’ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১২৩ কোটি ১৮ লাখ টাকা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *