May 20, 2024
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্ট

রোটারি ডিস্ট্রিক্ট -৩২৮১ এর উদ্যোগে ওয়ার্কশপ অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি
রোটারি ডিস্ট্রিক্ট -৩২৮১, বাংলাদেশের এ বছর বৃহৎ উদ্যোগ ১০ লক্ষ বৃক্ষরোপণ এবং ম্যানগ্রোভ বন সুরক্ষার অংশ হিসেবে সুন্দরবনের বনাঞ্চলে ম্যানগ্রোভ চারা রোপণ, মানুষের জীবনের মান পরিবর্তনসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়ে মতামত বিনিময়ের জন্য ‘প্লান্টেশন এবং কনজারভেশন অব ম্যানগ্রোভ ফরেস্ট’ আমাদের করণীয় বিষয়ক একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়।
ডিস্ট্রিক্ট গভর্নর ব্যারিস্টার মোতাসিম বিল্লাহ ফারুকী উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে সেমিনারটি পরিচালনা করেন। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন ডিস্ট্রিক্ট পরিবেশ কমিটি চেয়ার রোটাঃ কাজী এমদাদুল হক, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ, অধ্যাপক আনোয়ারুল কাদির, অধ্যাপক ড. মোঃ ওয়াসিউল ইসলাম, পিপি রেজাউল করিম, এডিশনাল ডিস্ট্রিক্ট ট্রেইনার ইঞ্জিঃ মশিউজ্জামান খান, ডিস্ট্রিক্ট সেক্রেটারি এ এন মনজুরুল হক সোহেল, ডিস্ট্রিক্ট সেক্রেটারি পিপি মেহজাবিন মুবিনা হেমা, লেঃ গভর্নর ডাঃ মোস্তফা কামাল, লেঃ গভর্নর মোল্লা মারুফ রশীদ, প্রেস ক্লাব সভাপতি ও এ্যাসিঃ ডিস্ট্রিক্ট সেক্রেটারি এস এম নজরুল ইসলাম, এস এম আতাহার আলী, ডেপুটি গভর্নর মিজানুর রহমান জুয়েল, আহমেদ কবির, এ্যাসিঃ গভর্নর এস এম হাবিব, শাহরিয়ার রুবেল, মোঃ শামীম, মনিরুজ্জামান পলাশসহ চেঞ্জমেকার প্রেসিডেন্টবৃন্দ ও বিভিন্ন রোটারিয়ানবৃন্দ। সেমিনারটির কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন রোটাঃ পিপি পলাশ সাহা।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *