রোটারি গভর্নর রুবাইয়াত হোসেনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
রোটারি টীম ২০২০-২১ খুলনার উদ্যোগে রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১ এর গভর্নর এমডি রুবাইয়াত হোসেন করোনা আক্রান্ত হওয়ায় তার আশু রোগ মুক্তি কামনা এবং সদ্য প্রয়াত রোটারি ক্লাব ঢাকা স্টার্স-এর প্রেসিডেন্ট মরহুম মীর মোঃ মুসার রুহের মাগফেরাত কামনায় গতকাল বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। দুপুরে খালিশপুরস্থ মুস্তাইনুল উলুম কওমী মাদ্রাসায় পবিত্র কোরআন খতম ও এতিম শিক্ষার্থীদের মাঝে উন্নত খাবার পরিবেশন ও দোয়ার আয়োজন করা হয়। বিকালে খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে খুলনার নেতৃবৃন্দের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয় যেখানে জুমের মাধ্যমে সারা দেশব্যাপি শতাধিক রোটারিয়ান ভার্চুয়ালী অংশ গ্রহণ করেন।
এসময় জুমের মাধ্যমে বক্তব্য রাখেন রোটারি গভর্নর ইলেক্ট মুস্তাছিম বিল্লাহ ফারুকী, গভর্নর নমিনি ইঞ্জিঃ এম এ ওহাবসহ রোটারির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এসময় প্রেসক্লাবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব প্রেসিডেন্ট রোটাঃ এসএম নজরুল ইসলাম, রিজিয়ন এ্যাডভাইজার রেজাউল করিম, রিজিয়ন চেয়ার মোঃ নুরুল ইলাম, মাহমুদুর রহমান কার্নি, ডিস্ট্রিক কমিটি চেয়ার ইঞ্জিঃ মশিউজ্জামান, জোন চেয়ার মোল্লা মারুফ রশীদ, ডেপুটি গভর্নর আল-জামাল ভূঁইয়া, মাহামুদ হাসান সোহেল, আশিষ দে, ক্লাব প্রেসিডেন্ট ইঞ্জিঃ জাহাঙ্গীর হোসেন, কাওসার পারভেজ, মীর বরকত আলী, আনোয়ারুল হক স্বাধীন, এসএম সামসুল আরেফিন রনিসহ স্থানীয় রোটারি নেতৃবৃন্দ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ