রেলিগেটে ৫টি করাতকলের বিরুদ্ধে বন বিভাগের অভিযান
ফুলবাড়ীগেট প্রতিনিধি
ফুলতলা সামাজিক বনায়ন ও নার্সারি প্রশিক্ষণ কেন্দ্র (এসএফএনটিসি) উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরী তাসমিন ঊর্মি এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত গতকাল বৃহস্পতিবার বিকালে দৌলতপুর ও রেলিগেট এলাকায় অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এ সময় লাইসেন্সবিহীন ৫টি করাতকলকে ৫ হাজার টাকা তরে মোট ২৫ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। দÐপ্রাপ্ত করাতকলের মালিকেরা হলেন মোস্তফা কামাল, মোস্তাফিজুর রহমান, মোঃ মোস্তফা কামাল, আঃ রাজ্জাক হাওলাদার, ও মোঃ ইছানুর রহমান।
অভিযানকালে খুলনার সহকারি বন সংরক্ষক কাজী মোকাম্মেল কবির, এসএফএনটিসি ফুলতলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, বয়রা ভারপ্রাপ্ত কর্মকর্তা রজব আলী মোল্লা, দিঘলিয়া উপজেলা বন কর্মকর্তা সৈয়দ আবুল হোসেন সহ স্থানিয় থানা পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ সময় করাতকল মালিকদেরকে আগামী ১ মাসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ লাইসেন্স করার নির্দেশ দেওয়া হয়।