রেডজোনে নেতাকর্মীদের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার আহ্বান যুবলীগের
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীর রেডজোনকৃত এলাকা ২৪ ও ১৭নং ওয়ার্ডে যুবলীগের নেতাকর্মীদের স্বেচ্ছাসেবী হয়ে এলাকাবাসির পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন নগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজনসহ সকল নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, যুবলীগের নেতৃবৃন্দরা রেড জোন এলাকায় সরকারি নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষকে বসবাস করতে সহযোগিতা করতে হবে। তাদেরকে উৎসাহিত করতে হবে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য। এছাড়াও লক ডাউন এলাকায় মানুষের বিভিন্ন প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন নেতৃবৃন্দ।
এছাড়াও স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য ২৪নং ওয়ার্ডের নেতা কর্মীদের শুক্রবার সকাল ০৯টায় ইকবাল নগর মসজিদের সামনে থাকার অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও ১৭নং ওয়ার্ডের নেতা কর্মীদের শুক্রবার বেলা ১১ টায় সেভেন সেভের সামনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
নেতৃবৃন্দ আরো বলেন, বৈশ্বিক এই মহামারী মোকাবেলায় সরকারের পাশাপাশি দলীয় সকল নেতা-কর্মীদের যার যার অবস্থান থেকে স্বেচ্ছাসেবী কাজ করে যেতে হবে।