রূপসা নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
দ. প্রতিবেদক
মাছ ধরার ট্রলারে কাজ করার সময় খুলনার রূপসা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ রাকিব হাওলাদারের (১৮) লাশ উদ্ধার করা হয়েছে। দীর্ঘ প্রচেষ্টার পর আজ বুধবার দুপুর পৌনে ১টায় ফায়ার সার্ভিসের ডুবুরিরা লবণচরা থানাধীন পুটিমারি ইটভাটার সামনে নদীতে ভাসমান অবস্থায় থাকা রাকিবের লাশ উদ্ধার করে। এরপর দুপুর ৩টায় রাকিবের লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মৃত রাকিব ফিশিং ট্রলারের লস্কর ও লবণচরা ইসলামপুরের সেলিম হাওলাদারের পুত্র।
জানা গেছে, গত মঙ্গলবার সকাল ১০টার দিকে রূপসা শিপইয়ার্ড সংলগ্ন বরিশাল ঘাট এলাকায় এমবি ম্যাটাডর নামের একটি ট্রলারে পরিচ্ছন্ন কাজ করার সময় রাকিব নামে এক যুবক নদীতে পড়ে যায়। এসময় স্থানীয় লোকজন খবর পেয়ে ছুটে আসে। তারা রাকিবকে খোঁজাখুঁজি করে না পেয়ে পুলিশে খবর দেয়। এরপর নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে খোঁজাখুঁজি করে। বেলা ১২টার দিকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি টিম নিখোঁজ রাকিবকে উদ্ধারে কাজ শুরু করে। মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত রাকিবের কোন খোঁজ পাওয়া যায়নি। বুধবার সকাল ৬টা থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম। ২৪ ঘন্টা হয়ে যাওয়ায় খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি টিম ট্রলার নিয়ে খোঁজা শুরু করলে দুপুর পৌনে ১টায় পুটিমারি ইটভাটার সামনে নদীতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে।
ফায়ার স্টেশনের লিডার আব্দুল হান্নানের নেতৃত্বে ডুবুরি টিমের হুমায়ুন কবির, সাইদুল ইসলাম, নবীর উদ্দিন এ উদ্ধার অভিযানে অংশ নেন বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ