রূপসা উন্নয়ন সংস্থার উদ্যোগে অসহায়দের শীতবস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
রূপসা উন্নয়ন সংস্থার উদ্যোগে গরীব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টায়, কিসমতখুলনা ঈদগাহ ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন নৈহাটী ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক ইউপি চেয়াম্যান মোঃ কামাল হোসেন বুলবুল। অনুষ্ঠানে সম্মানিত অতিথি আব্দুস সালাম মূর্শেদী এমপি’র সহধর্মিনী শারমিন সালাম অডিও কনফারেন্সের মাধ্যমে বক্তৃতা করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার সভাপতি এড. এসএম মোস্তাফিজুর রহমান মোশতাক।
সংস্থার সাঃ সম্পাদক আল মাহমুদ প্রিন্সের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সংস্থার উপদেষ্টা আলহাজ্ব আঃ কাইয়ুম কোরেশী, হারুনার রশিদ, ফকিরহাট ইউআরসি অফিসার মুজিবুল হক বিশ্বাস, প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী ও সেখ লুৎফার রহমান, রূপসা প্রেস ক্লাবের সাবেক সভাপতি তরুণ চক্রবর্তী বিষ্ণু, সাঃ সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, সাবেক ইউপি সদস্য আঃ মান্নান শেখ, হাকীম মোঃ আশরাফ শেখ। বক্তৃতা করেন সংস্থার সিনিঃ সহ-সভাপতি তারেক আহমেদ টিপু, সহ-সভাপতি আবু সালেহ (বাবু), হারেজ শেখ, আব্দুস সবুর, সহ-সম্পাদক অলোক চন্দ্র দাস ও আল-আমিন শেখ, মহিলা সম্পাদিকা মনিরা সুলতানা, তৌহিদুল ইসলাম কচি ওমর ফারুক, জাকির হোসেন রাজু, সেলিম শেখ, আনোয়ার ফকির, জাহাঙ্গীর আলম, আদনান আহমেদ তয়ন, আব্দুস ছোবহান শেখ, জাহাঙ্গীর শেখ, কামরুল ইসলাম দীপু দেবনাথ, নূরুদ্দীন মোল্লা, সাকিব খান মিলন, হাসান শেখ, জাহাঙ্গীর হোসেন, সালমা সুলতানা প্রমুখ।