রূপসায় ৯৯ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
দ. প্রতিবেদক
খুলনার রূপসা উপজেলায় ৯৯ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬ সদস্যরা।
মঙ্গলবার রাতে জাবুসা গ্রামস্থ্য জাবুসা উত্তরপাড়া রহমাতিয়া জামে মসজিদের সামনে জনৈক আব্দুর রহমান মোল্যা এর বাড়ির দক্ষিণ পাশ থেকে তাদের আটক করা হয়। এ বিষয়ে আসামীদের বিরুদ্ধে খুলনা জেলার রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটকরা হলেন- সাতক্ষীরা জেলার দেবহাট থানাধীন মাঝ পারুলিয়া এলাকার মোঃ জামাল গাজীর ছেলে মোঃ আকবর আলী গাজী (৫৫), মাঝ সখিপুর এলাকার মোঃ মাজেদ গাজীর ছেলে মোঃ আমজাদ হোসেন (৩৫) ও কালিগঞ্জ থানাধীন মোমরেজপুর এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে মোঃ বায়জিদ (২৫)।
র্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি তল্লাশি করে ৯৯ বোতল ফেন্সিডিল, ৪টি মোবাইল ফোন, ৫টি সীমকার্ড ও ফেন্সিডিল বিক্রির নগদ-২ হাজার ৩১২ টাকা উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও উদ্ধার করা হয়। আটক আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ