রূপসায় ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
দ. প্রতিবেদক
খুলনার রূপসা উপজেলায় ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আসাদুর জামান সরদার রানা (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬। আটক রানা উপজেলার ঘাটভোট পূর্বপাড়া এলাকার মোঃ আবুল কালাম সরদার এর ছেলে। আজ রবিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব।
র্যাব আরও জানায়, রবিবার বিকাল ৩টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, খুলনার একটি আভিযানিক দল ঘাটভোগ ব্রীজ মোড় জনৈক মোঃ লালন ফকির এর মুদির দোকানের সামনে অভিযান পরিচালনা করে আসামীকে আটক করে। এসময় তার কাছ থেকে ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে রূপসা থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ