রূপসায় র্যাবের অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ আটক ১
দ. প্রতিবেদক
খুলনায় বিদেশী পিস্তল ও গুলিসহ মো. মাছুম বিল্লাহ (৪৫) নামে একজনকে আটক করেছে র্যাব। গত রবিবার দিবাগত রাতে তাকে রূপসা উপজেলার বাগমারা মধ্যপাড়া এলাকা থেকে আটক করা হয়। আটক ব্যক্তি ওই এলাকার মৃত মিনহাজ উদ্দিনের ছেলে।
র্যাব-৬’র সহকারী পরিচালক (লিগ্যাল ও মিডিয়া) এএসপি মো. মাহবুব উল আলম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার রাতে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন, ২ রাউন্ড পিস্তলের গুলি, ১টি মোবাইল ও সীমকার্ড উদ্ধার করা হয়। আটক আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে তার বিরুদ্ধে রূপসা থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ