রূপসায় র্যাবের অভিযানে অস্ত্র ও মাদকসহ একজন আটক
দ. প্রতিবেদক
খুলনায় র্যাবের অভিযানে অস্ত্র ও মাদকসহ মোঃ জহিরুল ইসলাম (৩২) নামে একজনকে আটক করা হয়েছে। আটক জহিরুল রূপসা উপজেলার দেয়াড়া পশ্চিমপাড়া এলাকার মোজাহার উদ্দিনের ছেলে। গত শনিবার দিবাগত রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব-৬’র সহকারী পরিচালক (লিগ্যাল ও মিডিয়া) এএসপি মো. মাহবুব উল আলম জানান, ‘শনিবার বিকালে গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে দেয়াড়া গ্রামস্থ্য ‘দেয়াড়া সমাজ কল্যাণ যুব সংঘ ক্লাব’ এর সামনে থেকে মোঃ জহিরুল ইসলামকে আটক করা হয়। পরবর্তীতে আসামীর দেহ তল্লাশি করে ১টি দেশীয় তৈরী ওয়ানস স্যুটার গান, ২ রাউন্ড গুলি, ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি মোবাইল ফোন এবং ও ৩টি সীমকার্ড উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ঘটনাস্থল থেকে দৌড়ে পালায়।’
তিনি আরও জানান, ‘ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য নিজ হেফাজতে রেখে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন ধরনের অবৈধ কাজ করে আসছে বলে স্বীকার করে। পরবর্তীতে আসামীর বিরুদ্ধে রূপসা থানায় অস্ত্র আইন ১৮৭৮ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (১) এর সারণী ১০(ক) ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।’
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ