রূপসায় যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন
রূপসা প্রতিনিধি
দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রূপসা উপজেলায় র্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান গতকাল সোমবার বেলা ১১টায় পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা।
যায়যায়দিন পত্রিকার রূপসা প্রতিনিধি আ. রাজ্জাক শেখের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, সমবায় কর্মকর্তা প্রশান্ত ব্যানার্জী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফ হোসেন, জেলা আওয়াীলীগে নেতা আ, মজিদ ফকির, রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ভোরের ডাক পত্রিকার খুলনা প্রতিনিধি এস এম মাহাবুবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক জিএম অঅসাদুজ্জামান, খান অঅব্দুল জব্বার শিবলী, নাঈমুজ্জামান শরীফ, মুরশিদ আলী, বেনজির হোসেন, মোস্তাফিজুর রহমান মোস্তাক, জাকির হোসেন, শহিদুল ইসলাম, মাসুম ও ছাত্রনেতা সরদার হুমায়ূন প্রমূখ।