রূপসায় ফেন্সিডিল ও গাঁজাসহ নারী আটক
দ. প্রতিবেদক
রূপসা থানা এলাকা থেকে ১০ বোতল ফেন্সিডিল ও ১ কেজি গাঁজা সহ একাধিক মাদক মামলার আসামি রত্না বেগম (৩৫) কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক রত্না ইলাইপুর গামের নাছির উদ্দিন হাওলাদারের স্ত্রী।
জেলা ডিবি পুলিশ সূত্র জানায়, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সেখ কনি মিয়ার নেতৃত্বে এস আই (নি:) রাজিউল আমিন সঙ্গীয় ফোর্স রূপসা থানাধীন ইলাইপুর গ্রামস্থ রত্না বেগমের (৩৫) বাসায় অভিযান চালায়। এসময় পানির মোটর ট্যাংকের উপর থেকে কাপড়ের ট্রাভেল ব্যাগের মধ্যে থেকে ১০ বোতল ফেন্সিডিল ও হলুদ কসটেপ, বাশপাতা কাগজে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় জেলা ডিবির অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া বাদী হয়ে রূপসা থানায় আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন। আসামী রত্না বেগম ও তার স্বামী নাছির উদ্দীন হাওলাদার দীর্ঘদিন ধরে যশোর জেলার বেনাপোল থেকে ফেন্সিডিল ও গাঁজা ক্রয় করে রূপসা থানা এলাকায় বিক্রয় করে আসছে বলে ডিবি পুলিশ জানিয়েছেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ