January 21, 2025
আঞ্চলিক

রূপসায় ইয়াবা ও নগদ টাকাসহ আটক ৩

দ: প্রতিবেদক

খুলনার রূপসায় ইয়াবা ও নগদ টাকাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকৃতরা হলেন জামাল উদ্দীন, আলী হোসেন ও মিরাজ শিকদার।  বুধবার রাতে তাদেরকে উপজেলার বাগমারা এলাকার ইসলামী ব্যাংকের সামনে রাস্তার উপর থেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৭৩ হাজার ৩২০ টাকা ও ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে রূপসা থানা এলাকা হতে ৩ জন মাদক বিক্রেতাকে আটকের পর তাদের কাছ থেকে মাদক বিক্রির টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *