রিজিয়া নাসেরের সুস্থতা কামনায় খুলনা চেম্বারের দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
গতকাল মঙ্গলবার বাদ-আছর খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নামাজ ঘরে শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিণী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী, শেখ হেলাল উদ্দিন,এমপি; শেখ সালাহ উদ্দিন জুয়েল, এমপি; বিসিবি পরিচালক শেখ সোহেল উদ্দিন, শেখ জালাল উদ্দিন রুবেল এবং শেখ বেলাল উদ্দিন বাবু এর মাতা বেগম রিজিয়া নাসের সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে কোরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক মেয়র, খুলনা সিটি কর্পোরেশন, খুলনা; জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এমপি; জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ; শেখ জালাল উদ্দিন রুবেল, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন সহ বাংলাদেশ আওয়ামী লীগের নের্তৃবৃন্দ এবং খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজি আমিনুল হক, উর্দ্ধতন সহ-সভাপতি শেখ আসাদুর রহমান, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, সহ-সভাপতি মোঃ মোস্তফা জেসান ভুট্টো, পরিচালকবৃন্দ গোপী কিষণ মুন্ধড়া, এম এ মতিন পান্না, জেড এ মাহামুদ ডন, এস এম ওবায়দুল্লাহ, আলহাজ্ব মোঃ মফিদুল ইসলাম টুটুল, ঠাকুর মোঃ শাহ্ আলম, জোবায়ের আহমেদ খান (জবা), মোঃ সিরাজুল হক, কাজী মাসুদুল ইসলাম, আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন, শেখ আল্লামা ইকবাল তুহিন, মোঃ আবুল হাসান, দীপক কুমার দাস, মোঃ ইসলাম খান, উজ্জ্বল কুমার গাঙ্গুলী, শেখ মোঃ গাউসুল আজম, খান সাইফুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম মাসুম, মোঃ মাহবুব আলম, চৌধুরী মিনহাজ উজ জামান সহ খুলনার বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও খুলনা চেম্বারের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।
উক্ত দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজি আমিনুল হক এবং মোনাজাত করান তা’লিমুল মিল্লাত মাদ্রাসার প্রিন্সিপ্যাল এ এফ এম নাজমুস সউদ। মাহফিলে উপস্থিত সকলে মহান আল্লাহ্ রাব্বুল আল-আমিনের দরবারে দোয়া প্রার্থনা করেন যাতে বেগম রিজিয়া নাসের উন্নত চিকিৎসা গ্রহণের মাধ্যমে দ্রæত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।