রামপুরায় স্কুলছাত্র নিহত, ৯টি বাসে আগুন
রাজধানীর রামপুরায় বাসচাপায় স্কুলছাত্র মাঈনুদ্দীনের মৃত্যুর ঘটনায় স্থানীয়রা কয়েকটি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত রামপুরা সড়কের দুই দিকেই যান চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (২৯ নভেম্বর) রাতে ঘটনাস্থল থেকে খিলগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার হাসান আলী জানান, বাস ভাঙচুরের পাশাপাশি নয়টি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে বাসের আগুন নেভায়।
সূত্র জানায়, আরও কয়েকটি বাসও ভাঙচুর করা হয়েছে। ঘটনার পরপরই এলাকাবাসী উত্তেজিত হয়ে সড়কে চলাচল করা অন্যান্য বাস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের একটি সূত্র জানায়, রামপুরার ঘটনায় এক ব্যক্তিকে আহত অবস্থায় পুলিশ চিকিৎসার জন্য নিয়ে গেছে। তার বিস্তারিত নাম ও পরিচয় জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে তিনি কোনো বাসের চালক।