April 19, 2024
আন্তর্জাতিককরোনা

ভয়াবহ ওমিক্রনে বিশ্বজুড়ে উচ্চ ঝুঁকি!

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করেছে মহামারি করোনার নতুন ধরন ওমিক্রন বিশ্বব্যাপী ‘অতি উচ্চ’ ঝুঁকি সৃষ্টি করতে পারে। ভাইরাসের এই ধরন মোকাবিলায় বিশ্বকে দ্রুত প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এ ব্যাপারে ডব্লিউএইচও বলছে, ওমিক্রনের মাধ্যমে যদি ফের করোনা সংক্রমণ বাড়তে শুরু করে, তবে পরিণতি হবে ভয়াবহ। ওমিক্রনের জেরে এখনও কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাসের এ ধরন ব্যাপকভাবে মিউটেট (আচরণ পরিবর্তন) করেছে। যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগের সংক্রামক রোগ বিষয়ক সংস্থা ইমপেরিয়াল ডিপার্টমেন্ট অব ইনফেকশাস ডিজিজের একজন ভাইরোলজিস্ট নতুন এ ধরনকে ‘ভয়াবহ’ ও ‘এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে খারাপ ধরন’ বলে বর্ণনা করেছেন।

গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় প্রথম ওমিক্রন শনাক্ত হয়। পরে বিশ্বের প্রায় ১৩টি দেশে এ ধরনের অস্তিত্ব পাওয়া গেছে।

বাংলাদেশে এখনো কারো শরীরে ওমিক্রন শনাক্তের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে ফেরা বেশ কয়েকজন প্রবাসীকে কোয়ারেন্টাইনে বিশেষ পর্যবেক্ষণে রেখেছেন বিশেষজ্ঞরা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *