রামপাল বিদ্যুৎ কেন্দ্রের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রক্তদান শিবির অনুষ্ঠিত
দ: প্রতিবেদক
বাংলাদেশ-ভারত ফ্রেÐশীপ পাওয়ার প্লান্ট কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) এর ৭’ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রকল্প (এমএসটিপিপি) এলাকায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
সোমবার দিন ব্যাপী অনুষ্ঠিত এই রক্তদান শিবিরে পাওয়ার প্লান্টে কর্মরত শ্রমিক ও কর্মকর্তারা স্বেচ্ছায় রক্ত দান করেন। মূল্যবান জীবন বাঁচাতে এ উদ্দোগে প্রায় ২৫০ ব্যাগ রক্ত সংগৃহীত হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মি. এস সি পান্ডে, প্রকল্প পরিচালক (এমএসটিপিপি), মোঃ রেজাউল করিম, উপ-প্রকল্প পরিচালক (এমএসটিপিপি), মি. ডি কে দুবে, মহাব্যবস্থাপক (প্রকল্প), রবীন্দ্র কুমার, চিফ টেকনিক্যাল অফিসার এবং অন্যান্য সিনিয়র বিশিষ্টজন।
প্রকল্প পরিচালক মিঃ এসসি পান্ডে বলেন, ‘‘আমরা শ্রমিক ও কর্মকর্তাদের প্রতি অত্যন্ত দায়িত্বশীল। এখানে তাদের সার্বক্ষনিক সেবা দেওয়ার জন্য একটি মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকে। তাদের শারীরিক ও মানসিক সুস্থ্যতা এবং সুরক্ষা দিতে আন্তরিকতার সাথে চেষ্টা করি। এছাড়াও আমরা স্থানীয় বাসিন্দাদের সাথে প্রতিবেশী সুলভ আচরণ ও সুসম্পর্ক বজায় রাখি। তাদের সুস্থ্যতা এবং আর্থিক স্বচ্ছলতার জন্য বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের উদ্যোগও নিয়েছি।’’
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক মিঃ গোপাল চন্দ্র বিশ্বাস জানান, ‘‘নির্মাণাধীন বাংলাদেশ-ভারত মৈত্রী তাপ বিদ্যুৎ কেন্দ্রে গতবারের প্রতিষ্ঠা বার্ষিকীতেও রক্ত দান শিবিরে অংশ নিয়ে রক্ত সংগ্রহ করেছিলাম। গতবারের ন্যায় এ বারও দাতারা স্বেচ্ছায় ২৫০ ব্যাগ রক্ত দান করেছেন। অতি দরিদ্র ও মুমূর্ষ রোগীদের এই রক্ত দিয়ে সহযোগিতা করা হবে। তিনি আশাবাদ ব্যাক্ত করে বলেন, আমরা আশা করি মানবতার সেবায় এ মহান উদ্দ্যোগের সাথে (বিআইএফপিসিএল) সর্বদা আমাদের পাশে থাকবেন।’’