রামপালে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
রামপাল প্রতিনিধি
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদার সাথে উদযাপন উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তুষার কুমার পাল’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ আবু সাইদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার সেখ মোজাফ্ফর হোসেন, উপজেলা ভাইচ চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, রামপাল থানার ওসি (তদন্ত) মোঃ তুহিন হাওলাদার, মহিলা ভাইচ চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি, প্রানীসম্পদ কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান মিয়া, কৃষি অফিসার মোঃ মোতাহার হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মতিয়ার রহমান, যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিনসহ বিভিন্ন সরকারী কর্মকর্তাবৃন্দ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ সাইফুল আলম বকতিয়ার, প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও তাদের প্রতিনিধিবৃন্দ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান ও সাধারন সম্পাদক সেখ সাদি প্রমুখ। সভায় সভাপতি মহোদয় অন্যান্য বছরের মত এবছর ও দিবস দুটি সুন্দর ভাবে উদযাপন করা যায় সে বিষয়ে তিনি সবার প্রতি আহবান জানান। উল্লেখ্য এ বছর বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে বিভিন্ন প্রদর্শনী, শিশুদের চিত্রঙ্কন প্রতিযোগীতা ও বিভিন্ন শ্রেনীর ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগীতার ব্যবস্থা রাখা হয়েছে।