April 21, 2025
আঞ্চলিক

রামপালে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় যুবক গ্রেফতার

ইসলাম ধর্ম ও পবিত্র মাহে রমজান নিয়ে কটূক্তি করায় রামপালে তমাল পাল (১৮) নামে এক যুবকে আটক হয়েছে। সে উপজেলার ভাগা বাজার  এলাকার রবিন পালের পুত্র। উপজেলার হোগলডাঙ্গা গ্রামের মোঃ আকতার শেখ নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে রামপাল থানা পুলিশ তাকে আটক করে।
রামপাল থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, ৩০ মার্চ বিকেল ৫.১৫ মিনিটে তমাল পাল কয়েকজনের সামনে পবিত্র ইসলাম ধর্ম ও মাহে রমজানের তাৎপর্য নিয়ে ধর্ম বিরোধী বিরূপ মন্তব্য করে। মামলার বাদী তার ধর্ম বিরোধী মন্তব্য শুনে তাকে এরূপ আলোচনা করতে নিষেধ করে। সে আলোচনা বন্ধ না করে উল্টে বাদীকে ভয়-ভীতি দেখায়। এরপর বাদী রামপাল থানায় হাজির হয়ে মামলা দায়ের করলে পুলিশ তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করে।

শেয়ার করুন: