‘রামপালের ১৩ শ’ মেগাওয়াট বিদ্যুৎ আগামী বছর যুক্ত হবে জাতীয় গ্রিডে’
দক্ষিণাঞ্চল ডেস্ক
আগামী বছর রামপালের তাপ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত ১৩ শ’ ২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে পাওয়া যাবে বলে জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক। তিনি বলেন, ‘এক সময় আমাদের সিস্টেম লস হতো, বিদ্যুৎ গেলে আতঙ্কে থাকতাম কত ঘণ্টা পরে আসে এই ভেবে। কিন্তু এখন বিদ্যুৎ নিয়ে কোনও সমস্যা নাই, পর্যাপ্ত বিদ্যুৎ আমাদের আছে।’
গতকাল শনিবার মোংলার শিল্প এলাকা দিগরাজে ১০ এমভিএ ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আগামী দুই-এক বছরের মধ্যে এ অঞ্চলে ব্যাপক শিল্পায়ন হবে, এসব শিল্পায়নকে ঘিরে বিদ্যুতের আরও স্টেশন দরকার। এজন্য মোংলার চাঁদপাইসহ আরও দুটি বিদ্যুৎ উপকেন্দ্র চালুর কাজ চলছে বলে উলেখ করেন তিনি।
এ সময় কেসিস মেয়র বলেন, ‘বিএনপির পাঁচ বছরে কোনও বিদ্যুৎ প্রকল্প হাতে নেওয়া হয়নি। শেখ হাসিনা সরকারই দেশের বিদ্যুতের চাহিদা মিটিয়েছে। যতদিন তিনি প্রধানমন্ত্রী আছেন ততদিন দেশ উন্নত হবে। এই দেশে সমস্ত অসম্পন্ন কাজ আমরা সম্পন্ন করতে পারবো।’
বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে পলী বিদ্যুৎ সমিতির আয়োজনে এ বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন করা হয়। এতে আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদৎ, বাগেরহাট পলী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জাকির হোসেন, নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম ও সহকারী ম্যানেজার অঞ্জন কুমার সরকার।