May 20, 2024
আঞ্চলিককরোনালেটেস্ট

রাতের আঁধারে খাদ্যদ্রব্য নিয়ে ৬শ’ পরিবারের পাশে নগর যুবলীগ নেতা ইয়াসির

দ. প্রতিবেদক
প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়েছেন খুলনার অনেক দিনমজুর-শ্রমিক পরিবার। আবার বর্তমান পরিস্থিতির কারনে অনেকেই লোক-লজ্জার ভয়ে কারো কাছে চাইতে পারছেন না, অথচ মানবেতর জীবনযাপন করছেন। এসব কর্মহীন পরিবারগুলো পাশে এসে দাঁড়িয়েছেন খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ইয়াসির আরাফাত। রাতের আঁধারে তিনি নিজ উদ্যোগে ৬ শত পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করছেন। কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছেন ১৪নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোশারফ হোসেন।
আজ শনিবার রাতে খালিশপুরস্থ সবুরের মোড়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধনের করেন নগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ। এসময় উপস্থিত ছিলেন ১৪নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোশারফ হোসেন, নগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান স্বপন, খালিশপুর থানা ছাত্রলীগ নেতা রাফিকুল ইসলাম বাবু প্রমুখ।
এ বিষয়ে যুবলীগ নেতা ইয়াসির আরাফাত বলেন, খুলনা-৩ আসনের সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ানের নির্বাচনের সময় আমরা মানুষের ঘরে ঘরে ভোটার স্লিপ পৌঁছে দিয়েছিলাম। তেমন করে এসব পরিবারগুলো খাদ্যদ্রব্য পৌঁছে দিচ্ছি। এছাড়া নগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহ্বায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন সকল যুবলীগ নেতাদের নিজ সামর্থ্য অনুযায়ী কর্মহীন মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন। তাদের আহ্বানে সাড়া দিয়ে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, আমাদের সমাজে নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত অনেক পরিবার এখন কর্মহীন। তারা অনেক কষ্টে দিন অতিবাহিত করছেন। এসব মানুষ কারো কাছে চাইতে পারে না। তাদের জন্য নিজ উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে। দু’দিনের মধ্যে ছয়শত পরিবারকে এ খাদ্য সহায়তা দেওয়া হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *