May 20, 2024
জাতীয়

রাজাকারের তালিকায় কীভাবে মুক্তিযোদ্ধার নাম প্রশ্ন নাসিমের

দক্ষিণাঞ্চল ডেস্ক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, যারা দেশের জন্য যুদ্ধ করে দেশকে স্বাধীন করলেন সেই মুক্তিযোদ্ধাদের নাম রাজাকারদের তালিকায় দেখা যাচ্ছে। এদের নাম কীভাবে ঢুকলো। এমন ভুল কেমন করে হলো? তালিকার মধ্যে এত ভুল-ত্র“টি কেন?

তিনি আরও বলেন, অহেতুক ও অপ্রয়োজনীয়ভাবে একটি বিতর্ক সৃষ্টি করলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী। কোন উদ্দেশ্যে এমন কাজ করলেন তিনি এটা আমার বোধগম্য নয়। গতকাল বুধবার দুপুরে তোপখানা রোডের বিএমএ মিলনায়তনে দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেহনতী শ্রমিকদের অনুরোধ করে মোহাম্মদ নাসিম বলেন, আপনারা জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে যাবেন না। নিজের শ্রম দিয়ে টাকা উপার্জন করুন। এই শ্রম দেশ উন্নয়নের কাজে লাগবে।

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রবিউল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোজাফফর হোসেন পিন্টু ও শহিদুল­াহ চৌধুরী।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *