রাজধানীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২
দক্ষিণাঞ্চল ডেস্ক
রাজধানীর খিলক্ষেত এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন, যারা ‘ছিনতাইকারী’ বলে পুলিশ কর্মকর্তাদের ভাষ্য।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান বলেন, বৃহস্পতিবার ভোরে খিলক্ষেত থানার ডুমনি কালি মন্দির আহবপাড়া তিনশ ফুট রাস্তা এবং দক্ষিণ পাশে সার্ভিস রোডের মাঝখানে ফাঁকা জায়গায় হাতিরঝিল থানার পুলিশের সঙ্গে ‘ছিনতাইকারীদের’ গোলাগুলির এ ঘটনা ঘটে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত দুজনের নাম নাজমুল ও শাহীন। ছিনতাই করতে গিয়ে চারজনকে খুনের ঘটনায় হাতিরঝিল, খিলক্ষেত ও ভাটারা থানায় মোট চারটি মামলা রয়েছে তাদের বিরুদ্ধে।
গোলাগুলির ঘটনা ঠিক কীভাবে ঘটেছে সে বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারেননি মাসুদুর রহমান। তবে ঘটনাস্থল থেকে ‘ছিনতাই কাজে ব্যবহৃত’ একটি অটোরিকশা এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করার কথা তিনি জানিয়েছেন।