May 18, 2024
জাতীয়

রাঙামাটিতে জেএসএসের দুই কর্মীকে গুলি করে হত্যা

দক্ষিণাঞ্চল ডেস্ক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-এমএন লারমা) দুই কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। বাঘাইছড়ি থানার ওসি মো. আবুল মনজুর জানান, মঙ্গলবার মধ্যরাতে উপজেলার মারিশ্যা ইউনিয়নের নবছড়া গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহতদের নাম রিপেল চাকমা (২৫) ও বর্ষণ চাকমা (২৪) বলে জানালেও পুলিশ তাদের বিস্তারিত পরিচয় দিতে পারেনি।

জেএসএসের (এমএন লারমা) বাঘাইছড়ি উপজেলা সাধারণ সম্পাদক জ্ঞানজীবন চাকমা বলেন, ‘মঙ্গলবার মধ্যরাতে রিপেল চাকমা ও বর্ষণ চাকমা কাজ শেষে বাড়ি ফেরার পথে একটি সশস্ত্র গ্র“পের সামনে পড়লে তারা তাদের গুলি করে হত্যা করে। নিহতরা তাদের সমর্থক ছিলেন বলে তিনি জানান।

এ হত্যাকাণ্ডের জন্য তিনি সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে দায়ী করেছেন। আমাদের সমর্থক হওয়ায় সন্তু লারমার লোকজন তাদের হত্যা করে। এ বিষয়ে কথা বলতে সন্তু লারমার নেতৃত্বাধীন স্থানীয় জনসংহতি সমিতির নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ বক্তব্য দিতে চাননি। পুলিশ ঘটনা তদন্ত করছে বলে জানিয়েছেন ওসি আবুল মনজুর।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *