রাঙামাটিতে গরু ফসল খাওয়ায় ২ জনকে কুপিয়ে হত্যা
দক্ষিণাঞ্চল ডেস্ক
রাঙামাটিতে গরু ফসল খাওয়ায় এক প্রতিবেশী দুইজনকে কুপিয়ে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। এছাড়া এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। জেলার বিলাইছড়ি থানার ওসি মো. পারভেজ আলী বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে বিলাইছড়ি ইউনিয়নের কুতুবদিয়া গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের দীপংকর তংচঙ্গ্যা (২৫) ও শ্রীকান্ত তংচঙ্গ্যা (২৭)। আর আহত হয়েছেন সোনাবালা তংচঙ্গ্যা (৩১) ও প্রশান্ত তংচঙ্গ্যা (৮)। হতাহত সবাই ওই গ্রামের স্বপন তংচঙ্গ্যার পরিবারের সদস্য।
ওসি পারভেজ প্রাথমিক তদন্তের তথ্য দিয়ে বলেন, তংচঙ্গ্যাদের গরু ফসল খেয়েছে এমন অভিযোগ তুলে ল²ীদয় মারমা নামে এক প্রতিবেশী ধারালো দা নিয়ে স্বপন তংচঙ্গ্যার পরিবারের সদস্যদের ওপর চড়াও হন। তার দায়ের কোপে ঘটনাস্থলেই একজন নিহত হন। আর হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন। এছাড়া দায়ের কোপে আরও দুইজন আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, তাদের অবস্থা শংকাজনক। পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
ওসি পারভেজ বলেন, হামলাকারী ল²ীদয় মারমা পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টার পাশাপাশি পুলিশ ঘটনা বিস্তারিত তদন্ত করে দেখছে।