রাখাইনকে বাংলাদেশের অংশ করতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
দক্ষিণাঞ্চল ডেস্ক
রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের রাখাইন প্রদেশকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করতে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাব দিয়েছেন মার্কিন কংগ্রেসম্যান ব্র্যাড শ্যারমান। এই ঘটনায় রোহিঙ্গা সংকট বিশ্বজুড়ে নতুন করে আলোচনায় এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানায়, যুক্তরাষ্ট্র কংগ্রেসে গত ১৩ জুন দক্ষিণ এশিয়ার জন্য বাজেট বিষয়ক শুনানির আয়োজন করা হয়।
শুনানিতে কংগ্রেসের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় উপ কমিটির চেয়ারম্যান ব্র্যাড শ্যারমান রাখাইনকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার পক্ষে প্রস্তাব দেন।
শ্যারমান বলেন, মিয়ানমারের রাখাইনে গণহত্যা সংগঠিত হয়েছে। সেখান থেকে লাখ লাখ লোক বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বাংলাদেশ সরকারও তাদের আশ্রয় দিয়েছে। বাংলাদেশ সরকার তাদের দায়িত্ব নেওয়ার ফলে রাখাইনকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করাটাই সমীচীন।
মার্কিন কংগ্রেসম্যান শ্যারম্যান আরো বলেন, দক্ষিণ সুদান গঠনে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ভূমিকা রাখতে পারে, রাখাইনের ঘটনায় বাংলাদেশের সঙ্গে ওই ভূখণ্ড যুক্ত করতে কেন যুক্তরাষ্ট্র ভূমিকা রাখতে পারবে না।