যুবলীগ নেতা শেখ শহিদ আলীর ১ম মৃত্যুবার্ষিকী আজ
খবর বিজ্ঞপ্তি
সাবেক ছাত্র ও যুবনেতা শেখ শহিদ আলী’র প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৭ জুন রবিবার। চাচার মৃত্যুর খবর শুনে খুলনায় ফেরার পথে গত বছর এদিন মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। এদিকে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। আজ রবিবার বাদ মাগরিব নগরীর শঙ্খ মার্কেটস্থ আজমেরী জামে মসজিদে উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে অনুষ্ঠিত হবে।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে নগর যুবলীগের সকল নেতৃবৃন্দকে মাস্ক পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়
