যুবলীগের দোয়া, এতিম শিশুদের মাঝে খাদ্য ও শীতবস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাই শহীদ শেখ আবু নাসের এর স্ত্রী, শেখ হেলাল উদ্দীন এমপি, সেখ সালাউদ্দীন জুয়েল এমপি, বিসিবি’র পরিচালক যুবনেতা শেখ সোহেল, শেখ জালাল উদ্দীন রুবেল ও শেখ বেলাল উদ্দীন বাবু এর মাতা বেগম রাজিয়া নাসের এর চেহলাম উপলক্ষ্যে নগর যুবলীগের উগ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও এতিম শিশুদের মাঝে উন্নতমানের খাদ্য বিতরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রূপসার ছালেহিয়া ইউছুফিয়া মাদ্রাসাহ্ এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এই দোয়া ও খাদ্য এবং শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুজ্জামান বাবু, যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, যুবলীগ নেতা কামরুল ইসলাম, নজরুল ইসলাম দুলু, অভিজিৎ চক্রবর্তী দেবু, ইয়াসিন আরাফাত, মশিউর রহমান সুমন, ইয়াসিন আরাফাত, ছাত্রলীগ নেতা জহির আব্বাস, মাহামুদুর রহমান রাজেশ, শাহীন আলম প্রমুখ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ