যুবনেতা শেখ স্বাধীনের ১১তম মৃত্যুবার্ষিকী আজ
খবর বিজ্ঞপ্তি
আজ বুধবার (২১ অক্টোবর) সাবেক যুবনেতা শেখ শাহাদাৎ হোসেন স্বাধীন এর এর ১১তম মৃত্যুবার্ষিকী। তিনি ২০০৯ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি খুলনা মহানগর শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শহিদুল হকের জ্যেষ্ঠ পুত্র। নগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও নগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহজালাল হোসেন সুজন এর বড় ভাই।
এদিকে শেখ শাহাদাৎ হোসেন স্বাধীনের ১১তম মৃত্যুবার্ষিকীতে নগর যুবলীগ দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি গ্রহণ করেছে। বাদ মাগরিব দলীয় কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত কর্মসূচিতে দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ