যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ অস্ত্র কিনবে তাইওয়ান
যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করেছে। কিন্তু গত সেপ্টেম্বর মাসে ‘তাইওয়ান পলিসি অ্যাক্ট’ আনে যুক্তরাষ্ট্র। এই আইনে তাইপেকে আরো দ্রুত সামরিক সাহায্য দেবে ওয়াশিংটন। এই আইনে চার বছরে তাইওয়ানকে প্রায় ৪৫০ কোটি টাকার অস্ত্র দেবে মার্কিন প্রশাসন।
বিগত দিনে বেশ কয়েকবার তাইওয়ানের ‘এয়ার ডিফেন্স জোনে’ ঢুকে পড়ে চীনের যুদ্ধবিমান। চীনা সেনাবাহিনীর বিমানগুলর মধ্যে ছিল বোমারু যুদ্ধবিমান, এইচ-৬ বোমারু বিমান, সুখোই-৩০, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, সাবমেরিনধ্বংসী ও ট্যাংকার বিমান। পাল্টা নিজেদের যুদ্ধবিমান পাঠায় তাইওয়ান। শুধু তা-ই নয়, স্বশাসিত দ্বীপরাষ্ট্রটির প্রতিরক্ষা বলয়ে ঢুকে পড়ে চীনা রণতরিও।