April 25, 2024
খেলাধুলালেটেস্ট

টাইগারদের সামনে দ্বিতীয় স্থানে থেকে বিশ্বকাপ খেলার সুযোগ

ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে কিনা- এই চিন্তা এখন আর করতে হয় না। কারণ গত ৭ বছর ধরেই এই ফরম্যাটে বাংলাদেশ নিজেদের শক্তিমত্তা দেখিয়েছে। চলতি বছর ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলবে। শুধু তাই নয়, আয়ারল্যান্ডের বিপক্ষে ভালো ফলাফল করতে পারলে ওয়ানডে সুপার লিগের দ্বিতীয় স্থানে থেকে বিশ্বকাপ খেলতে পারবে টাইগাররা।আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটাই ওয়ানডে সুপার লিগে বাংলাদেশের শেষ সিরিজ। আইসিসির নিয়মানুযায়ী, সুপার লিগে পয়েন্ট টেবিলের সেরা সাত দল ও স্বাগতিক দল ভারত সরাসরি আগামী বিশ্বকাপে খেলবে। ওই আট দলের সাথে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে আরও দু’টি দল। আগামী জুনে অনুষ্ঠেয় কোয়ালিফায়ারের সেরা দুই দল পাবে বিশ্বকাপে খেলার টিকিট।

এখন পর্যন্ত বিশ্বকাপ সুপার লিগে ২১ ম্যাচে ১৩ জয় ও ৮টি হারে ১৩০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে আছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে, সুপার লিগে ২৪ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট হবে ১৬০। তাতে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে থেকে  সুপার লিগ পর্ব শেষ করার সুযোগ পাচ্ছে চন্দিকা হাতুরাসিংহের শিষ্যরা। এর ফলে টাইগারদের পেছনে পড়ে যাবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার, ভারত-পাকিস্তানের মত বড়-বড় দলগুলো।বর্তমানে ২৪ ম্যাচ শেষে ১৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে নিউজিল্যান্ড। সমানসংখ্যক ম্যাচে ১৫৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে ইংল্যান্ড। ২১ ম্যাচে ১৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে আছে ভারত। বিশ্বকাপ সুপার লিগে এখন পর্যন্ত মোট ৭টি ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে ৫টিতে জয় এবং ২টিতে হারতে হয়েছে। সবগুলোই তিন ম্যাচের সিরিজ ছিল। আয়ারল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে সুপার লিগে দ্বিতীয়স্থানে থেকে বিশ্বকাপে খেলার সুযোগটা নিশ্চয়ই হাতছাড়া করতে চাইবেন না তামিমরা।

শেয়ার করুন: