May 4, 2024
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বেড়েছে ১৬ শতাংশ

শীতকালীন ঝড়কে সামনে রেখে যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক গ্যাসের দাম ব্যাপকভাবে বেড়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) দেশটিতে গ্যাসের দাম বাড়ে ১৬ শতাংশ। চাহিদা বাড়ায় প্রভাব পড়তে পারে উৎপাদনেও।

এরই মধ্যে বড় ধরনের শীতকালীন ঝড় দেখেছে দেশটি। জানা গেছে, এই সময় যুক্তরাষ্ট্রের নাগরিকরা ঘর উষ্ণ রাখতে গ্যাসের ব্যবহার করে বেশি পরিমাণে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গ্যাসের দাম বাড়ায় প্রভাব পড়তে যাচ্ছে দেশটির নাগরিকদের জীবনযাত্রায়। ঘর উষ্ণ রাখতে লাখ লাখ আমেরিকানদের ব্যয় আরও বাড়বে। তাছাড়া বিশ্বের প্রভাবশালী দেশটিতে মূল্যস্ফীতির সমস্যা তো রয়েছেই।

প্রাকৃতিক গ্যাস ফিউচার বুধবার ১৬ শতাংশ বেড়ে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (বিটিইউ) বিক্রি হয়েছে পাঁচ দশমিক ৫০ ডলারে। যা গত বছরের নভেম্বরের পর সর্বোচ্চ।

দেশটিতে প্রাকৃতিক গ্যাসের বাণিজ্য আরও ভেঙে পড়তে পারে। বিশেষ করে তীব্র তুষারপাতে সরবরাহ ও চাহিদায় যখন পরিবর্তন আসবে।

যুক্তরাষ্ট্রে আরও বড় ধরনের তুষারঝড় হবে বলে ধারণা করা হচ্ছে। এতে যুক্তরাষ্ট্রজুড়ে অচলাবস্থা তৈরি হতে পারে। ১০ কোটি মানুষকে এরই মধ্যে সতর্ক করা হয়েছে। এসময় অধিকাংশ আমেরিকান ঘর উষ্ণ রাখতে গ্যাসের ব্যবহার বাড়াতে বাধ্য হবে। এতে গ্যাসের চাহিদা আরও বাড়বে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *