যশোরে রেললাইনে বাসচালকের মরদেহ উদ্ধার
দক্ষিণাঞ্চল ডেস্ক
যশোরে রেললাইন থেকে শাহাবুদ্দিন ওরফে সাবু (৩৭) নামে এক বাসচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরতলির মুড়লি এলাকায় রেললাইনের ওপর থেকে মরদেহটি উদ্ধার করে। নিহত শাহাবুদ্দিন যশোর সদর উপজেলার কচুয়া গ্রামের হাসান মোল্লার ছেলে।
যশোর রেলওয়ে ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাউল করিম বলেন, যশোর শহরের মুড়লি রেলক্রসিঙের পাশে রেললাইনের দুই লোহার পাটির মাঝখানে ¯িøপার ও পাথরের ওপর ওই ব্যক্তির মরদেহ পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া দুই পা এবং ডান হাত ভাঙা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেন দুর্ঘটনায় তিনি মারা গেছেন কিনা তা, ময়নাতদন্তের পর জানা যাবে।