May 3, 2024
জাতীয়

জানুয়ারিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ১৯৯ জন

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে তিনজন রোগী ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন দুইজন রোগী ভর্তি হয়েছেন। এবার জানুয়ারি মাসে হাসপাতালে সর্বোচ্চ একশ ৯৯ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এছাড়া চলতি বছরের ফেব্রæয়ারিতে ৪৫ জন, মার্চে ১৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদফতরে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানা গেছে।..স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোরুম বলছে, ১ জানুয়ারি থেকে অদ্যবধি রাজধানীসহ সারাদেশে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত ও সন্দেহজনক ডেঙ্গু রোগ নিয়ে দুইশ ৬৫ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন দুইশ ৬২ জন।

মহাখালী স্বাস্থ্য অধিদফতরে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক আয়শা আক্তার বলেন, দেশের অন্যান্য বিভাগে ডেঙ্গুর কোনো রোগী ভর্তি হয়নি।  এ রোগে এবার কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *