May 10, 2024
জাতীয়

ময়মনসিংহে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

ময়মনসিংহে নয় বছর আগের একটি  হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড ও চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। দণ্ডিত হাবিবুর রহমান নগরীর আকুয়া মহল­ার কামাল মিয়ার ছেলে। তিনি পলাতক রয়েছেন। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন মো.জীবন, স্বপ্না বেগম, মো.সাব্বির ও  শরীফ হোসেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সুবোধ চন্দ্র সরকার জানান, এর মধ্যে জীবন পলাতক রযেছেন। আর মো.সারোয়ার নামে আরেক আসামি বিচার চালাকালীন মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

মামলার বিবরণ বলা হয়, ২০১০ সালের ২২ ফেব্রুয়ারি নগরীর ছয়ত্রিশ বাড়ি কলোনীর আব্দুল খালেকের ছেলে মো.পারভেজকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে আসামিরা। পরদিন নিহতের মা সেলিনা আক্তার বাদী হয়ে ছয়জনকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ২২ জুন সব আসামির নামে আদালতে অভিযোগপত্র দিলে এ মামলার বিচার শুরু হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *