ময়মনসিংহে ট্রাকচাপায় দুই অটোরিকশার ৪ যাত্রী নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
ময়মনসিংহ সদর উপজেলায় ট্রাকচাপায় দুই অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও চারজন। দুর্ঘটনার পর পুলিশ প্রথমে পাঁচজন নিহত হওয়ার কথা বলেছিল। কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, শনিবার বেলা ১১টার দিকে শম্ভুগঞ্জ-আলালপুর গ্রামে ময়মনসিংহ-শেরপুর সড়কে হতাহতের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলার ফুলপুর উপজেলার হাতিবান্দা গ্রামের মোরশেদ আলীর ছেলে ইউনুছ আলী (৫৫), আব্দুল কদ্দুস (৩৫), একই উপজেলার রাইজান গ্রামের মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী রহিমা খাতুন (৫২)।
ওসি ইসলাম বলেন, আলালপুর গ্রামে প্রথমে দুটি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর একটা ট্রাক এসে দুই অটোরিকশার ওপর তুলে দিলে ঘটনাস্থলেই চারজন নিহত হন। এ দুর্ঘটনায় আরও চারজন আহত হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি ইসলাম বলেন, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।