মোংলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
দক্ষিণাঞ্চল ডেস্ক
বাগেরহাটের মোংলায় নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে ছাবেরা আক্তার (০২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার মিঠাখালী ইউনিয়নের মিঠাখালী বাজার সংলগ্ন পশ্চিম পাড়া এলাকায় নিহতের নানা মো. নজরুল শেখের বাড়ির পুকুরে পড়ে শিশুটি মারা যায়। ছাবেরা রামপাল উপজেলার ফয়লাহাট সংলগ্ন সোনাতুনিয়া গ্রামের মো. সাদ্দাম হোসেনের মেয়ে।
শিশুটির মা নাইমা বেগম বলেন, দুপুরে পুকুর পাড়ে ছাবেরা খেলা করছিল। এক পর্যায়ে সে নিখোঁজ হয়। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।