April 20, 2024
জাতীয়

একাদশ সংসদের অধিবেশনে যোগ দিলেন মহিলা এমপিরা

দক্ষিণাঞ্চল ডেস্ক
একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত সদস্যরা সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন। ২০ ফেব্র“য়ারি শপথ গ্রহণের পর গতকাল রোববার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আনন্দঘন পরিবেশে সংরক্ষিত মহিলা আসনের সংসদ ৪৯ জন সদস্য অধিবেশনে যোগ দেন।
অধিবেশনে প্রশ্ন উত্তর পর্ব শেষ হওয়ার পর স্পিকার সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। স্পিকার সংরক্ষিত সদস্যদের উদ্দেশ্যে বলেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য আজকের বৈঠকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সংরক্ষিত আসনের সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমি আশা করি সংরক্ষিত আসনের সদস্যরা আন্তরিকভাবে কাজ করবেন। সংসদীয় কার্যক্রমে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। তারা আন্তরিকভাবে কাজ করলে সংসদ আরও কার্যকর হবে। এসময় সংসদে উপস্থিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে সংরক্ষিত আসনের এমপিদের স্বাগত জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *