মেয়ে ক্রিকেটার, মা আম্পায়ার
নিজের বয়স ৩০ হয়ে গেছে। পাকিস্তানের হয়ে খেলে ফেলেছেন ১৫টি ওয়ানডে ও ২০টি টি-টোয়েন্টি।
তবে আলোচনা ক্রিকেটার কাইনাত ইমতিয়াজকে নিয়ে নয়, তার মায়ের ব্যাপারে। নারী এশিয়া কাপে এবার সবাই নারী আম্পায়ার।
এর মধ্যে আছেন কাইনাতের মা সালিমা ইমতিয়াজ। ২০০৬ সালে আম্পায়ারিংয়ে আসেন। ২০২০ সালে পাকিস্তানের একটি ত্রিদলীয় টুর্নামেন্টে আম্পায়ারিং করেন। ওই সময় মাঠে খেলেছেন কাইনাত, আম্পায়ার ছিলেন সালিমা।
তখন বেশ আলোচনার জন্ম দিয়েছিল ঘটনাটি। সালিমা জানিয়েছিলেন, মেয়ে জাতীয় দলে খেলে স্বপ্নপূরণ করেছেন তার। এখন নিজের স্বপ্ন পূরণ করতে চান আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং করে।
সালিমার ওই ইচ্ছে পূরণ হলো এবার। গতকাল তার অভিষেক হয়েছে আন্তর্জাতিক আম্পায়ারিংয়ে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে মাকে অভিনন্দন জানিয়েছেন মেয়ে কাইনাত।
তিনি লিখেছেন, ‘আমার মায়ের অর্জনে আমি কতটা গর্বিত, বলে বোঝাতে পারব না। অসাধারণ অনুপ্রেরণাময় ব্যক্তিত্ব। পাকিস্তানকে আম্পায়ার হিসেবে প্রতিনিধিত্ব করা ছিল তাঁর সব সময়ের স্বপ্ন। আজ তাঁর অপেক্ষা ফুরাল। আমরা দুজনই একসঙ্গে পাকিস্তানের প্রতিনিধিত্ব করব। আমি রোমাঞ্চিত। ’